আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি:
বাংলাদেশে মন্দির ও দেব দেবীর মূর্তি ভাঙ্গচুরের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। এবার সরস্বতী পুজোতেও আঘাত নেমে এল। বাংলাদেশের ফরিদপুরে এক মন্দিরে স্বরস্বতী মূর্তি ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাত ১১ টা নাগাদ ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকায় কালী মন্দিরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেয়ে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবক আগেও এই একই কাণ্ড ঘটিয়েছিল। গত বছরের ইসকনের মন্দিরে সরস্বতী মূর্তি ভাঙ্গার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কিন্তু তখন তাকে পাগল আখ্যা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে চাপে পরে তাকে এবার কঠিন শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
বাংলাদেশে রাজেন্দ্র কলেজে ছাত্রদের আয়োজিত স্বরস্বতী পুজোয় এই মূর্তি যাওয়ার কথা ছিল। সমর মন্ডল নামে ওই কলেজের পুজোর উদ্যোক্তা এক ছাত্র বলেন, সোমবার স্বরসতী পূজা তার জন্য একজন মৃৎশিল্পীকে দিয়ে মূর্তি বানানো হয়েছিল। আমরা অনেক ছাত্ররা মিলে সরস্বতী পূজা করতে চেয়েছিলাম। নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি কিন্তু শেষ মুহূর্তে ভাঙ্গচুর করা হলো। সরস্বতী প্রতিমা এমন সময় ভাঙ্গা হলো যে সংস্কারের সময়ও পাওয়া যাবে না।
এর আগে দুর্গাপুজোর মুখে বাংলাদেশে মূর্তি ভাঙ্গচুর হয়েছিল। একের পর এক নির্মীয়মান দুর্গা প্রতিমা ভাঙ্গার ঘটনা ঘটেছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। সেখানে একটি মন্দিরে আটটি নির্মীয়মান দুর্গা প্রতিমা ভাঙ্গচুর হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্ত নেমেছিল পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করেনি। বারবার মূর্তি ভাঙ্গচুরের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের হিন্দুদের মধ্যে।