কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: আজ সন্ধ্যা ৭টার সময় অজবনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থিত কর্মীদের বিরুদ্ধে। জানা যায়, আজ সন্ধেবেলায় বিজেপির একটি মিছিল যাচ্ছিল উপ-প্রধানের বাড়ির পাশ দিয়ে, তখন সেই মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হয় উপপ্রধানের বাড়িতে। বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে বিজেপি সমর্থকরা–বলে অভিযোগ উঠেছে। অারও অভিযোগ, উপপ্রধানকে হুমকি ও গালিগালাজ করা হয়। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন উপপ্রধান। ঘাটাল থানার পুলিশ উপপ্রধানের নিমপাতা গ্রামে গিয়ে উপপ্রধানের সাথে কথা বলেন। তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।