সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭: সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে চিকিৎসকের বাড়িতে হামলা চালাল এক দল দুষ্কৃতী। গভীর রাতে ইটপাটকেল ছুঁড়ে বাড়ির জিনিস পত্র ভেঙ্গে দেওয়া হয়। এছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজ ও খুনের হুমকি দেয় বলে অভিযোগ চিকিৎসকের। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ নারায়ণ চন্দ্রকরের বাড়িতে। গোবরডাঙ্গা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গোবরডাঙ্গা এলাকার এক অংশের মানুষ।
বহু বছর থেকে বন্ধ গোবরডাঙ্গা হাসপাতাল। বিভিন্ন মহল থেকে হাসপাতাল চালুর দাবি জানিয়ে আসছে তারা। এরই মধ্যে গোবরডাঙ্গা পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ নারায়ণ চন্দ্র করের বাড়িতে একদল দুষ্কৃতী এদিন গভীর রাতে হামলা চালায়। ভেঙ্গে ফেলা হয় বাড়ির সামনে লাগানো দুটি সিসিটিভি ক্যামেরা। এরপর ইট ছুঁড়ে জানালার কাঁচ ভাঙ্গার চেষ্টা করে। ওই চিকিৎসকের নাম ধরে অশ্লীল ভাষায় গালিগালজ করে খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। সেই সময় ওই চিকিৎসক সহ তার পরিবারের লোকজন বাইরে বেরতে পারেননি। সারা রাত আতঙ্কে কাটিয়েছেন। প্রায় এক ঘন্টা আক্রমন চালিয়ে দুষ্কৃতীরা ফিরে যান।
চিকিৎসক নারায়ণচন্দ্র কর বলেন, কেন এই হামলা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, কিছুদিন আগে এক শিশুর চিকিৎসা নিয়ে সমস্যা হয়। কারণ শিশুটির কানে একটি মুড়ি ঢুকে যায়, তার মা তাকে নিয়ে আসে। আমি তাদেরকে জানাই বাড়িতে কোনও যন্ত্রপাতি নেই, শিশুটিকে চেম্বারে নিয়ে যান আমি বের করে দেব। এছাড়াও তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিছুক্ষণ পর এলাকার কিছু তৃণমূল দুষ্কৃতীদের নিয়ে এসে আমার বাড়ি হামলা চালায়। ঘটনার কথা পুলিশকে জানালেও গোবরডাঙ্গা থানার ওসি কিছুই করেননি। সেই ঘটনার সঙ্গে বুধবার রাতের ঘটনার কোনও যোগ সূত্র রয়েছে কি না তা তিনি বুঝতে পারছেন। ঘটনার পর ফের গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক।
বিজেপির পক্ষ থেকে গোবরডাঙ্গা পৌরমন্ডলের সভাপতি আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, গোবরডাঙ্গায় স্বাস্থ্য পরিষেবা কিছুই নেই। এরই মধ্যে চিকিৎসকের উপর হামলার আমরা তীব্র নিন্দা জানাই। ডাঃ নারায়ণ চন্দ্র কর যেভাবে রাতভর এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন তা শ্রদ্ধার। তাঁর পাশে আমরা সর্বোতভাবে আছি।
পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বাপি ভট্টাচার্য জানান, ডাঃ নারায়ণ চন্দ্র কর করোনা যোদ্ধা হিসেবে যেভাবে কাজ করে চলেছেন তাতে আমরা অত্যন্ত খুশি। ওনার ওপর হামলার তীব্র নিন্দা করছি। পুলিশ এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।

