বিজেপির পরাজিত প্রার্থীর উপর হামলা ও বাড়ি ভাঙ্গচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গোপালনগরে ব্যাপক উত্তেজনা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুলাই: তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপির পরাজিত প্রার্থীর উপর হামলা ও মারধর। এমনকি ভাঙ্গচুর চালানো হয় তার বাড়িতে, এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চৌবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকার গোপীনাথপুর গ্রামে। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আহত বিজেপি নেতা বাবুরাম বিশ্বাস এখন বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তৃণমূল বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুর দেড়টা নাগাদ বিজেপি নেতা বাবুরামের বাড়ির পাশ থেকে তৃণমূল বিজয় মিছিল করে যাচ্ছিল৷ সেই সময় তৃণমূল সমর্থকরা বিজেপি নেতার নাম ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর মেটাডোর ভ্যান দিয়ে বাবুরামের রান্নাঘর ভেঙ্গে দেয়৷ বাবুরাম প্রতিবাদ করতে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ তার মুখে, বুকে ও মাথায় আঘাত লাগে। প্রতিবেশীরা তাঁকে
আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে আহত বাবুরামের সঙ্গে দেখা করতে আসেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার৷ বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রামপদ দাস। তারা পরিবারের সঙ্গে কথা বলেন এবং বাবুরামকে আশ্বস্ত করেন।

স্বপন মজুমদার তৃণমূলের উদ্দেশ্যে বলেন, ‘চৌবেড়িয়া এলাকায় তৃণমূলের বিদায়ী প্রধান তপন হাজরার নেতৃত্বে এই সমস্ত ঘটনা ঘটেছে৷ যতটুকু হজম করতে পারবেন ততটুকুই করুন৷ পরে সামলাতে পারবেন না৷ রামপদ দাস বলেন, ‘বাবুরাম ভোটে জিতেছিল কিন্তু ওকে গণনাকেন্দ্র জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ওরা ভয় পাচ্ছে বিজেপি কার্যকর্তাদের৷ সেই কারণেই বাবুরামকে মারধর করা৷

বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘রান্নাঘরের একটি টালি ভেঙ্গেছিল, আমাদের ছেলেরা লাগিয়ে দিতে গিয়েছিল। উল্টে আমাদের ছেলেদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এখন মিডিয়া থাকার জন্য নাটক করছে৷ স্বপন মজুমদারের পদত্যাগ করা উচিৎ। ওনার কথার কোনো উত্তর দেবো না। উনি দুকান কাটা লোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *