জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলছে রোহিঙ্গারা ! উত্তর প্রদেশে তল্লাশি চালিয়ে ১২ জনকে আটক করল এটিএস

আমাদের ভারত, ৬ জানুয়ারি:বিভিন্ন এলাকায় লুকিয়ে থেকে দেশের মধ্যে সক্রিয় থাকা জঙ্গি সংগঠন গুলির জন্য রোহিঙ্গারা অর্থ সংগ্রহ করছে। অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড বা এটিস অনেকদিন ধরেই এই তথ্য যাচাই করছিল। এবার সেই সূত্র খুঁজে বের করতে একেবারে ধরপাকড় শুরু করল তারা। উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় এটিএস চিরুনি তল্লাশি শুরু করেছে। রোহিঙ্গাদের খুঁজে বের করতে খলিলাবাদ আলিগড়ের একাধিক এলাকায় তল্লাশি চলেছে। সন্দেহজনক হিসেবে ১২ জনকে আটক করা হয়েছে বলে খবর।

সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য রোহিঙ্গারা রীতিমতো নেটওয়ার্ক চালায় বলে সন্দেহ করা হচ্ছে। উত্তরপ্রদেশের রোহিঙ্গাদের একটি দল জঙ্গি সংগঠন গুলির জন্য টাকা তুলছে বলে খবর ছিল এটি এস এর কাছে। আর সেই জন্যেই রোহিঙ্গাদের খুঁজে বের করতে চিরুনি তল্লাশি চালায় এদিন এটিএস। এদিন ১২ জনকে এটিএস গ্রেফতার করেছে।

খবর ছিল জাল পরিচয়পত্র নিয়ে বহুদিন ধরে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় লুকিয়ে রয়েছে রোহিঙ্গারা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কয়েকটি এলাকায় তল্লাশি চালায় তারা। আব্দুল মান্নান নামে একজনকে খলিলাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরো ১১ জনকে এটিএসআটক করেছে। আব্দুল মান্নান নামে ওই ব্যক্তি জাল পাসপোর্ট বানিয়ে দেয় বলে খবর ছিল পুলিশের কাছে। তাকে ধরার জন্য রীতিমতো জাল পাতা হয়। এই আব্দুল মান্নান মারফত বেশ কিছুদিন আগে একটি ব্যাংক একাউন্টে দেড় কোটি টাকার লেনদেন হয়। কেন এই লেনদেন তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে গোরক্ষপুরে ডিসেম্বর মাসে একটি মোবাইলের দোকানে হঠাৎ তল্লাশি চালায় এটিএস। সেখানেও জঙ্গিদের মদতের জন্য টাকা তোলার কাজ চলত বলে খবর ছিল। তাদের তল্লাশি চালিয়ে ওই মোবাইলের দোকানের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এটি এস বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে দু-একদিনের মধ্যেই এই বিষয়ে কোনো বড়সড় কিছু জানা যাবে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *