Vajpayee, Barabazar, Shamik, বড়বাজারে অটল বিহারী বাজপেয়ী-র আবক্ষ মূর্তিস্থাপন, শ্রদ্ধা শমীকের

আমাদের ভারত, ১৬ আগস্ট: শ্রদ্ধেয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিকে চিরঅম্লান রাখার চেষ্টায় শনিবার বড়বাজার অঞ্চলে তাঁর একটি মূর্তি স্থাপন করা হলো। এটি স্থাপিত হয় কালাকার স্ট্রিট ও রতন সরকার গার্ডেন স্ট্রিটের সংযোগে।

একথা জানিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শনিবার ফেসবুকে ছবি-সহ লিখেছেন, “অটলজী শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন একজন কবি, এক দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক, একজন মানবতাবাদী নেতা এবং ভারতের গৌরবময় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর নেতৃত্ব, দূরদৃষ্টি ও দেশপ্রেম আমাদের সকলকে প্রেরণা দেয়। তাঁর আদর্শ চিরকাল আমাদের পথ দেখাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *