আমাদের ভারত, বর্ধমান, ২২ অক্টোবর: পুজোয় মেতে উঠলেন পূর্বস্থলীর দামোদর পাড়া অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের আট থেকে আশি সকলেই। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছে কুড়ি বছর আগে। মূলত আশ্রমের অনাথ শিশুদের হাত দিয়েই পুজোর উদবোধন করা হয়।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এই পুজো অনাথ ও দুঃস্থ পরিবারের ছেলে মেয়েদের নিয়ে। কুড়ি বছরে পা দিল এই পুজো। তখন বৃদ্ধাশ্রম ছিল না। কিন্তু অনাথ শিশুদের কথা ভেবে এই পুজো শুরু করেছিলাম। পুজোর সময় অনাথ শিশুদের মনের দুঃখ দূর করতেই এই পুজোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই সঙ্গে শিশু স্বাস্থ্য সচেতনতা শিবির ও তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পরে বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পরে চিন্তাভাবনা করলাম ওদের ওখানেও পুজো করলে হয়। ফলে দুই জায়গাতেই এখন দুর্গাপুজো হচ্ছে। হাইকোর্টের রায় মেনে সমস্ত কিছুই করা হচ্ছে।
এদিকে পরিবার পরিজন ছেড়ে বৃদ্ধাশ্রমের আবাসিকেরাও মেতে উঠেছেন পুজোয়। সকলেই নিজেদের সাধ্যমতো মন্ডপ সাজিয়ে তোলার চেষ্টা করছেন। মাঝে মধ্যেই মনে পড়ে যায় সেই ফেলে আসা সাজানো সংসারের কথা। পরিবেশ পরিস্থিতিতে আজ তাদের দিয়েছে নতুন সংসার। নতুন বন্ধু বান্ধব। পুজো এলেই যাদের সঙ্গে ভাগ করে ফেলে আসা দিনের গল্প। চোখের কোন চিকচিক করে ওঠে। প্রার্থনা একটাই ওরা সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে।