দীপক অধিকারীর উদ্যোগে মাস্ক, ভেন্ডিং মেশিন পেল দাসপুরের দুটি স্কুল

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ অক্টোবর : তৃণমূলের তারকা সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর উদ্যোগে মাস্ক ভেন্ডিং মেশিন পেল দাসপুরের দুটি স্কুল। দাসপুরের ব্রাম্ভণবসন উচ্চ বিদ্যালয় ও দাসপুর হাইস্কুল কর্তৃপক্ষের হাতে মাস্ক ভেন্ডিং মেশিন বুধবার বিকেলে তুলে দেন সাংসদের প্রতিনিধি। অটোমেটিক এই মেশিনের সামনে হাত পাতলেই মাস্ক বেরোবে। এই মেশিন পেয়ে খুশি দুই স্কুলের পরিচালন সমিতির সদস্যরা এবং শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। তাঁর সাংসদ তহবিলের অর্থ থেকে দাসপুর গ্রামীণ হাসপাতালের সামনে একটি হাইমাস্ট আলো লাগানো হয়েছে এদিন। এতে খুশি এলাকার ও হাসপাতালে আসা মানুষজন। হাসপাতালের সামনে অন্ধকার থাকায় দুর্ভোগে পড়তে হতো রাতে হাসপাতালে আসা মানুষজনকে।

করোনা আবহে লক ডাউন পর্যায়ে বহু কাজ করেছেন দেব। মুম্বাই, দিল্লি, চেন্নাইয়ে আটকে পড়া ঘাটাল, দাসপুরের স্বর্ণশিল্পীদের ও পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা; নেপাল, বাংলাদেশে আটকে পড়া পর্যটক ও শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা থেকে ঘাটাল হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের জন্য দুবেলা রান্না করা খাবারের ব্যবস্থা সবই করেছেন। এর পাশাপাশি ডেবরায় নিজের সাংসদ কার্যালয় ছেড়ে দিয়েছেন উপসর্গহীন করোনা রোগীদের থাকার ৩০ শয্যার সেফ হোম গড়ে তোলার জন্য।

করোনা পরিস্থিতিতে এখনো রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনলাইনে পঠনপাঠন চালিয়ে  যাওয়ার জন্য ঘাটালের আদিবাসী পরিবারের দুই কলেজ পড়ুয়া ছাত্রীর হাতে ল্যাপটপ তুলে দিয়েছেন। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে থেকে সবরকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর সাংসদ এলাকার মানুষের কাছে। পরিযায়ী শ্রমিকদের একশ দিনের কাজে নিয়োগের বিষয়ে উদ্যোগী হয়েছিলেন। আনলক পর্বে ভিন রাজ্যে কাজে ফিরতে চাওয়া শ্রমিকদের ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ঘাটাল, দাসপুরে একটি সোনার হাব গড়ে তোলার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *