আমাদের ভারত, ১০ মার্চ: ডিএ-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার বামেদের ডাকা প্রশাসনিক ধর্মঘটকে ঘিরে দু’দিন ধরে চলছিল টানটান উত্তেজনা। দু’পক্ষই অনমনীয় মনোভাব নিয়ে ধর্মঘট সফল ও ব্যর্থ করতে সব রকমের ব্যবস্থা নিয়েছিল। দিনের শেষে নবান্ন থেকে লিখিতভাবে দাবি করা হল, তারাই অর্থাৎ সরকারপক্ষেরই জয় হয়েছে।
নবান্নর দাবি, “রাজ্য সরকারের কার্যালয়গুলির স্বাভাবিক কাজকর্মে ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি। বিভিন্ন অফিসে গড় উপস্থিতি ছিল ৯০% বা তার বেশি। যারা অনুপস্থিত ছিল, তাদের বেশিরভাগ
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে (নং ১০৬৮-এফ/পি২, তারিখ ৯ মার্চ, ২০২৩) প্রদত্ত বিভিন্ন শিথিলতার ভিত্তিতেই আসেননি। যেসব কর্মচারী আজকে ইচ্ছাকৃতভাবে কাজ থেকে অনুপস্থিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
আন্দোলনকারীদের তরফে অবশ্য দাবি করা হয়েছে, বিভিন্ন ধরণের হুমকি ও দমনমূলক সিদ্ধান্ত সত্বেও এদিনের প্রশাসনিক ধর্মঘট পূর্ণ সফল হয়েছে। ডিএ সহ বিভিন্ন দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন চলছে, চলবে।