কুমারেশ রায়, মেদিনীপুর, ১১ অক্টোবর: রবিবার রামজীবনপুর মন্ডল বিজেপির উদ্যোগে দেবলীনা সিনেমাহলে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদকমন্ডলীর সদস্য সৌমেন মিশ্র, মন্ডল সভাপতি নন্দ নিয়োগী, ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি মানসী চৌধুরী, ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শিবরাম দাস ও বিজেপির স্থানীয় নেতৃত্ব। প্রায় ৮০ জন রক্তদান করে এই শিবিরে। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। রক্তদান শেষে চন্দ্রকোনা জাড়া ২ নং অঞ্চল থেকে ৪৫ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে জানান বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা সাধারন সম্পাদক রামকুমার দে।