অভিষেকের নির্দেশে অবশেষে সাক্ষাৎ উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতির

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ মে: অবশেষে সাক্ষাৎ বিধায়ক ও জেলা সভাপতির। অভিষেক ব্যানার্জির নির্দেশমত রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক নানা ঘটনাবলীতে তিক্ততার সূত্রপাত হলেও, অবশেষে তার অবসান ঘটলো। অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে দলীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ করলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা। রবিবার রাতে ইসলামপুরের
গোলঘরে বিধায়কের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন কানাইয়ালালবাবু। সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে জেলা নেতৃত্বের সঙ্গে তার সংঘাতের ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি তৃণমূলের জনসংযোগ যাত্রায় গত ৩০ এপ্রিল অভিষেক ব্যানার্জি ইসলামপুরে সভা করেন। সেখানেও আমন্ত্রণ পাননি বিধায়ক। এরপরে বিধায়কের বাড়িতে অভিষেক ব্যানার্জির আসবার সম্ভাবনার কথা শোনা গেলেও তা বাস্তবে হয়নি। যা নিয়ে নিজের হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেন তিনি। গত ২রা মে রায়গঞ্জ থানার দুর্গাপুরে অভিষেক ব্যানার্জির ডাকা সাংগঠনিক বৈঠকেও আব্দুল করিম চৌধুরী অনুপস্থিত থাকায় রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছিল। নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষণা করাতেই এই বৈঠক বয়কট বলে দাবি করেছিলেন বিধায়ক। এই বৈঠকেই জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে বিবাদ মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তারই ফলশ্রুতি হিসেবে ররিবার বিধায়কের বাড়িতে গিয়েছিলেন জেলা সভাপতি কানাইয়ালালবাবু। সেখানে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন জেলা সভাপতি।

অন্যদিকে, জেলা সভাপতির আগমনকে স্বাগত জানিয়েছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। পাশাপাশি জেলায় দল পরিচালনার ক্ষেত্রে নিজের মতামত ও প্রস্তাবনা জেলা সভাপতির সামনে তুলে ধরেছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *