পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: বেকারদের কাজ, শ্রমকোড ও স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল বাতিল, ফসলের লাভজনক দামের নিশ্চয়তা আইন, সব গরিবের ঋণ মকুব, সুনির্দিষ্ট কাজ ও কাজের বকেয়া মজুরি প্রদান, সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে এবং সন্দেশখালির ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে আইন অমান্য করল সংযুক্ত কিষান মোর্চা সহ বামপন্থী বিভিন্ন সংগঠন।
এদিনের আইন অমান্য আন্দোলনে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। পুলিশের ভূমিকা নিয়ে নিন্দা প্রকাশ করেন আন্দোলনকারীরা।