অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ এপ্রিল: ন’টা বাজতেই বন্ধ হল লাইট, জ্বলল বাড়িতে বাড়িতে প্রদীপ মোমবাতি টর্চ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একজোট ভারতবাসী। কাঁধে কাঁধ, হাতে হাত, ছন্দে ছন্দ মিলিয়ে সামিল হয়ে ছিলেন ঝাড়গ্রাম জেলাবাসী।
বাড়ির আলো নিভিয়ে উঠোন, বাড়ির দরজায়, ব্যালকনি, ছাদে দাঁড়িয়ে কোথাও কোথাও সপরিবারে ঐক্যবদ্ধতার সংকেত দিলেন ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষ। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জীবন যুদ্ধের অন্য প্রস্তুতি প্রত্যক্ষ করল জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলা।