রাতে চন্দ্রকোনায় বিশাল আকারের অজগর জাপটে ধরলেন এক ব্যক্তি

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ আগস্ট :
চন্দ্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বর্ধন পোলে ধরা পড়ল ১১ ফুট লম্বা অজগর সাপ। সাপটিকে ধরেছেন বাসুদেব মল্লিক নামে স্থানীয় ব্যক্তি। ওই ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অজগর সাপটিকে বাড়ির পাশে দেখতে পান বাসুদেব মল্লিক। তারপর সাপটিকে ধরতে গেলে জলে চলে যায়। তিনিও জলে নেমে জাপটে ধরেন অজগরটিকে। তারপর জল থেকে তুলে আনেন ১১ফুটের অজগরটিকে। সেই সময় সাপটি কামড়ে ধরে বাসুদেববাবুকে। এরপর এলাকার সমাজসেবী লক্ষ্মণ কামিল্যা চিকিৎসারর জন্য হাসপাতালে নিয়ে যান বাসুদেব মল্লিককে। অজগর সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *