জলপাইগুড়িতে কেন্দ্রীয় দলকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন আবাস যোজনার আবেদনকারীরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম রয়েছে, কিন্তু এখনও ঘর পাননি অনেকে বলে অভিযোগ। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে কেন্দ্রীয় দলকে কাছে পেয়ে উপভোক্তারা নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কারও টিনের মাটির ঘর, আবার কেউ বাঁশের বেড়া দেওয়া ঘরে দিন কাটাচ্ছেন। এখনও যারা ঘর পাননি, কেন্দ্রীয় দল সরেজমিনে পরিদর্শন করায় দ্রুত ঘর পাওয়ার আশায় রয়েছেন তারা।

প্রায় পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পোড়া পাড়ার মনোজ রায়ের পরিবার। টিনের মাটির ঘরে দিন কাটায় এই পরিবার। বর্ষার সময় টিন ফুটো থাকায় খুবই সমস্যা হয় বলে দাবি মনোজের। এদিন কেন্দ্রীয় দলকে কাছে পেয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মনোজ রায়। তিনি বলেন, “আমার বাবা জীবিত অবস্থায় আবেদন করা হয়েছিল ঘরের জন্য। বাবা মারা গিয়েছে চার বছর হয়ে গেল, এখনও ঘর পাইনি। বার বার বলা হয়েছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। কেন্দ্রীয় দল এসে সব দেখে গেলেন, আশাকরি এবার ঘর পাবো।”

এদিকে একাধিক পরিবার চার-পাঁচ বছর আগে ঘরের জন্য আবেদন করেছিলেন। আবেদন করার পর কেউ ঋণ করে, আবার কেউ নিজের রোজগারে ঘর তৈরি করেছেন। এদিন এরকম পরিবারের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় দল। পাকা ঘর থাকা সত্ত্বেও ঘরের আবেদন করা অনেকেই কেন্দ্রীয় বাহিনীকে ঘর লাগবে না বলে জানালেন।

খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুশিল ঘোষ বলেন,”আমি যখন ঘরের আবেদন করেছিলাম তখন ছিল টিনের ঘর। এখন পাকা ঘর করেছি অনেক কষ্টে। এতদিনে আমার নাম এসেছে ঘরের। কিন্তু ঘর নেওয়ার জায়গায় নেই। এই কারণে কেন্দ্রীয় দলকে জানালাম আমার নাম কেটে দেওয়ার জন্য।”

এদিকে কেন্দ্রীয় দলের এক সদস্য জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে আমরা এসেছি। সব তথ্য কেন্দ্রীয় সরকারকে তুলে ধরা হবে, এর বাইরে কিছু বলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *