স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৭ মে:
গঙ্গা থেকে ধরা পড়ল এক বিশাল মাপের ঘড়িয়াল। দেখতে প্রায় কুমিরের মতো। ঘড়িয়ালটি জেলেদের জালে ভোর রাতে ধরা পড়ে। চাকদহের রানীনগর ঘাট থেকে ভোর চারটে নাগাদ জেলেদের হাতে ধরা পড়ে।
প্রতিদিনের মতোই জেলেরা গভীর রাতে মাছ ধরতে গঙ্গায় যান। সেই সময় তাদের পেতে রাখা জালে উঠে আসে একটা ঘড়িয়াল। কিন্তু প্রথমে তারা দেখে ভেবেছিল এটা একটা কুমির। পরে তাঁরা বুঝতে পারেন এটা ঘড়িয়াল।
ঘরিয়ালটি লম্বার প্রায় ছয় ফুট। এই ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাকদহে। হটাৎ এই ঘড়িয়ালের খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় জমায় গঙ্গার ঘাটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে চাকদহ থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা পৌঁছে ঘড়িয়ালটিকে উদ্ধার করে নিয়ে যায়। মূলত মিষ্টি জলে থাকা এই প্রাণীর মূল খাদ্য মাছ। লকডাউনের জেরে গঙ্গা দূষণ কমায় এই ঘড়িয়ালটি এসেছে বলেই ধারণা বনকর্মীদের।