পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: শালবনী পঞ্চায়েত সমিতি ও ইনস্টিটিউট অফ সোশ্যাল আপলিফটম্যান্ট- এর সহযোগিতায় ও শালবনী জাগরণের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী এবং বরিষ্ঠ মানুষজদের সহায়ক সরঞ্জাম বিতরণের জন্য শিবির অনুষ্ঠিত হলো শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। এর ফলে শালবনী ও গড়বেতা ১,২,৩ ব্লকের অনেক প্রতিবন্ধী এবং বরিষ্ঠ মানুষ উপকৃত হবেন।

এই শিবিরে দুই শতাধিক মানুষজন উপস্থিত হন। যাদের হুইলচেয়ার, ট্রাই সাইকেল, শ্রবণ যন্ত্র, ওয়াকার, ওয়াকিং স্টিক প্রভৃতি জিনিসপত্র দেওয়া হয়। আজকে শিবিরে আগত মানুষজনের সহায়তায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ সহ অন্যান্যরা।


