সাথী দাস, পুরুলিয়া, ২০ আগস্ট: সাপ্তাহিক লকডাউন কার্যকর করতে প্রশাসনের সহকারি হয়ে উঠল বৃষ্টি। পুরুলিয়া জেলাজুড়ে এদিন ভোর থেকে রাত পর্যন্ত তাই টানা বৃষ্টি হয়। স্বভাবতই প্রাকৃতিক দুর্যোগে বেপরোয়া মানুষও রাস্তায় বেরোয়নি খুব একটা। রাস্তাঘাট- হাট-বাজার দোকানদারি সবাই ছিল মানুষ শূন্য। লকডাউন কার্যকর করতে যথারীতি বিভিন্ন রাস্তার মোড়ে এবং সংযোগস্থলে কড়া নজরদারি চালায় পুলিশ। সারাদিনে এই পরিস্থিতিতেও বেশকিছু অবাঞ্চিত মোটর বাইক আরোহী পথচারীকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে।
সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন একপ্রকার পুরুলিয়া জেলায় কার্যকর হয় বলে প্রশাসনের দাবি। টানা দু’দিন লকডাউন কার্যকর হতে প্রকৃতির উপরে নির্ভর করছে বলে পুলিশের একাংশের মত। শুক্রবারে আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে শুক্রবারে মানুষ জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না বলে আশা করছে জেলা প্রশাসন।