আমাদের ভারত, হাওড়া, ৫ আগস্ট: সারা রাজ্যের সঙ্গে সঙ্গে হাওড়া জেলাতেও করোনা আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ক্রমশ বাড়ছে। আর এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ খাইরুল হকের (৪৮)। বুধবার ফুলেশ্বরের একটি বেসরকারি কোভিড হাসপাতালে এই তৃণমূল নেতার মৃত্যু হয়।
জানাগেছে, কয়েকদিন আগে জ্বর কাশি সর্দি সহ নানা উপসর্গ দেখা দেওয়ায় খাইরুল হকের লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে ফুলেশ্বরের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন সেখানে তার চিকিৎসা চলার পর আজ তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, এর আগে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল ও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন।

