Krishakbandhu project, রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পে সহায়তা প্রদান শুরু

আমাদের ভারত, ২৯ জুলাই: মঙ্গলবার থেকে শুরু হলো রাজ্যের কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে সহায়তা প্রদান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সবার্তায় এখবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আসন্ন খরিফ মরসুমের জন্য কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হল।

কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। যাঁদের কম জমি আছে, তাঁরাও আনুপাতিক হারে (ন্যূনতম ৪ হাজার টাকা) সহায়তা পান।

এবারে রাজ্যের ১ কোটি ৯ লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২,৯৩০ কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। এই বছরের শেষের দিকে রবি মরসুমের জন্যও একই পরিমাণ টাকা দেওয়া হবে।

২০১৯ সালে চালু হবার পর থেকে এই প্রকল্পে মোট ২৪,০৮৬ কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এজন্য আমি গর্বিত!

শুধু তাই নয়, ১৮ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তাঁর পরিবারকে সামাজিক সুরক্ষা দেবার উদ্দেশ্যে ২ লক্ষ টাকা সহায়তাও দেওয়া হয়। এই খাতেও বাংলার প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কৃষক পরিবার মোট ২,৯২০ কোটি টাকা সহায়তা পেয়েছেন।

আমি সবসময় মনে করি, আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাঁদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *