Himanta Biswa Sharma, Assam, কেউ ঠেকাতে পারবে না! ২০৪১- এর মধ্যে অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে, দাবি হিমন্ত বিশ্বশর্মার

আমাদের ভারত, ২০ জুলাই: ২০৪১- এর মধ্যে অসম মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাজ্যে পরিণত হবে। প্রতি দশকে হিন্দু জনসংখ্যা বেড়েছে ১৬ শতাংশ, সেখানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩০ শতাংশ। প্রায় দ্বিগুণ হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণেই হাতে গোনা কয়েক বছরের মধ্যে অসমে সংখ্যালঘুতে পরিণত হবে হিন্দুরা। তথ্য দিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একই সঙ্গে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এই জনসংখ্যা বৃদ্ধি রোধে জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার কথা বলে কটাক্ষ করেছেন।

শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ২০৪১ সালের মধ্যে মুসলিম সম্প্রদায় অসম রাজ্যে সংখ্যাগুরু হয়ে যাবে। এই দাবির মধ্যে দিয়ে স্পষ্ট যে, মুসলিমরা আর সংখ্যালঘু থাকবে না তা বোঝাতে চেয়েছেন তিনি। সেখানে তাদের জন্মের হারকেই কার্যত খোঁচা দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিজের দাবির সমর্থনে যুক্তি দিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, মুসলিম জনসংখ্যা প্রত্যেক দশকে ৩০% করে বাড়ছে, যা রাজ্যে হিন্দুদের জনসংখ্যার দ্বিগুণ। হিন্দুদের জনসংখ্যা ১৬ শতাংশ বেড়েছে প্রত্যেক দশকে। আর অসমে এখন মুসলিমদের জনসংখ্যা ৪০% তথ্য অনুযায়ী।

এই বিষয়ে সংবাদ সংবাদ সংস্থা পিটিআইকে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ২০৪১ সালের মধ্যে অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে। এটাই বাস্তব। কেউ ঠেকাতে পারবে না। তবে অসম সরকার চেষ্টা করছে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে। পদক্ষেপ করা হচ্ছে যাতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যা কমানো যায়। এই বিষয়টি নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা কটাক্ষ করে বলেন, জনসংখ্যা কমানোর জন্য রাহুল গান্ধীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হতে পারেন। কারণ ওই ধর্মের মানুষ কেবলমাত্র তাঁর কথা শোনেন।

কিছুদিন আগে ঝাড়খন্ডে গিয়ে মুসলিমদের অনুপ্রবেশ নিয়েও মন্তব্য করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। অসমে বাংলাদেশ থেকে লোকজন ঢুকে পড়ছে বলে অভিযোগ তাঁর। এর ফলে অসমের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বলে দাবি তাঁর। তবে এই কথা ঠিক হলে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *