আমাদের ভারত, ১৯ জুলাই: ১৯৩৫ সালের মুসলিম বিয়ে ও বিচ্ছেদ আইন বাতিল করার সিদ্ধান্ত নিল অসমের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রীসভায় এই আইন বাতিলে সিদ্ধান্ত পাশ করিয়েছেন। পরিবর্তে রাজ্যে সরকার নতুন আইন চালু করবে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অসমে নাবালিকা বিয়ে এক ভয়াবহ সমস্যা। দেখা গেছে, রাজ্যে যতগুলি নাবালিকা বিয়ে হয়েছে তার ৮০ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে। অর্থাৎ সংখ্যালঘুদের মধ্যেই বেশি নাবালিকা বিয়ে হচ্ছে। তিনি আরো জানান, সংশ্লিষ্ট আইনে মুসলিম মেয়েদের কম বয়সে বিয়ের বিধান রয়েছে। তাই আইনি পথে গিয়েও কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে লাগাম টানা যাচ্ছে না।
অসমের বিজেপি সরকার গত বছর থেকে নাবালিকা বিয়ে আটকাতে পুলিশি অভিযান শুরু করেছে। নাবালিকাকে বিয়ে করার অপরাধে গ্রেফতারও করা হয়েছে বহু। আবার কম বয়সে মেয়েকে বিয়ে দেওয়ায় বহু বাবা-মাকেও গ্রেফতার করে পুলিশ। কিন্তু মুসলিম বিশেষ আইনের বিধানে তাদের বেশিরভাগই ছাড়া পেয়ে যায়। ফলে এই সমস্যার সমাধানে এবার সেই আইন বাতিলের সিদ্ধান্ত নিল অসম সরকার।