আমাদের ভারত, ৬ জুলাই: অসমের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জনজীবন একেবারে বিপর্যস্ত। ৩০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। দেখতে দেখতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন প্রাণ হারিয়েছেন। এদিকে ক্রমশ ফুলে ফেঁপে উপচে পড়ছে ব্রক্ষ্মপুত্রের জল। যার জেরে ইতিমধ্যেই নষ্ট হয়েছে প্রায় ৪২ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল।
দিনে দিনে বন্যার জল ছড়িয়ে পড়ছে অন্যান্য জেলাগুলিতেও। সর্বশেষ হিসাব অনুযায়ী, বন্যার জল ঢুকে পড়েছে ২৭টি জেলায়। ফলত ঘরছাড়া হয়েছে প্রায় ৩ লক্ষ পরিবার। এমন ভয়ানক পরিস্থিতিতে ঘরছাড়া পরিবারের মধ্যে নিয়মিত ত্রাণ বিলি করছেন বরপেটা জেলা যুব কংগ্রেস। এদের কাছ থেকে জানা গেল, এ বছর বন্যায় বরপেটা জেলায় প্রায় ১,৪০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৭৯টি গ্রামে জল ঢুকে পড়েছে। প্রায় ১,৫৭১.৫ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে।
এদিকে এমন ভয়ানক পরিস্থিতিতে ঘরছাড়া মানুষজনকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বরপেটা জেলা যুব কংগ্রেস কর্মীরা। এদিন বরপেটা জেলা যুব কংগ্রেস সভাপতি জাফর আহমেদের নেতৃত্বে চেঙা বিধানসভায় এমন এক মানবিক মুহূর্তের সাক্ষী থাকলেন স্থানীয় মানুষ। ওনারা বিপর্যস্ত মানুষের মধ্যে চাল, ডাল, শুকনো খাবার, মিনারেল জল বিতরণ করেন।
বরপেটা জেলা যুব কংগ্রেস সভাপতি জাফর আহমেদ জানিয়েছেন, দিন দিন বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বহু মানুষ ঘর ছেড়েছেন। অনেকেই খোলা রাস্তা, ব্রিজের উপর কোনও রকমে দিন কাটাচ্ছেন। এদের কাছে খাবার মতো কিছু নেই। জল নেই। এ অবস্থায় আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এদের পাশে দাঁড়াতে চেয়েছি। ওনারা আগামী দিনেও এভাবে অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।