Sukanta, BJP, ঘোমটার নিচে খ্যামটার নাচন আর নয়! পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন, সৌগতর মন্তব্যে পাল্টা কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ১৯ নভেম্বর: ফিরহাদ হাকিমের পর বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। কসবায় তৃণমূল কাউন্সিলরের খুনের চেষ্টার পর শহরে নিরাপত্তা, বেআইনি অস্ত্র ঢোকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন শহরে পিস্তল ডুকছে পুলিশ ধরতে পারে না? এই মন্তব্যের পাল্টা দিয়ে বরানগরের অনুষ্ঠানে সৌগত ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন।

সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা ও ভাটপাড়ার তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। অপরাধী ও রাজ্যের অস্ত্রের প্রবেশ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। সেই আবহে ফিরহাদ ও সৌগতর মন্তব্যে চাপ সৃষ্টি হয়েছে দলের অন্দরেও। স্বাভাবিকভাবে সুযোগ হাতছাড়া করেনি বিজেপিও। সৌগত রায়ের মন্তব্যকে হাতিয়ার করেই সুকান্ত মজুমদার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ববরানগরে সিটিজেন ফোরাম আয়োজিত বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ঘোমটার নিচে খ্যামটার নাচন আর নয়। উনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু প্রশ্নটা যদি তুলতে হয় তাহলে পুলিশ মন্ত্রীর উপর তুলুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন।

এই অনুষ্ঠানে আর জি কর প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদার বলেন, রাজা যদি উলঙ্গ হয়, নির্লজ্জ হয়, তাহলে প্রজারা আর সুখে থাকতে পারে না। এই মমতাময়ীর তাড়নায় একজন ডাক্তারের প্রাণ চলে গেল।

অনুষ্ঠান থেকে রাজ্যের বেকারত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পড়াশোনা করে এখন বাংলাতে চাকরিও পাওয়া যায় না। বিষাক্ত মদ খেয়ে মারা গেলে তবে পরিবারের লোকেরা চাকরি পান। এটাকেই কি বলে এগিয়ে বাংলা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *