আমাদের ভারত, ১৪ জুলাই: হরিয়ানা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা শিক্ষাবিদ অসীম ঘোষ। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্ম জীবন শুরু করেন। বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে কাজ করেছেন রাজনৈতিক আঙিনায়। এবার তার কাঁধে এলো হরিয়ানার রাজ্যপালের দায়িত্ব ভার। সোমবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। খবর জানার পরেই অসীম ঘোষকে অভিনন্দন জানালেন সদ্য প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
পশ্চিমবঙ্গ থেকে এই নিয়ে চতুর্থ ব্যক্তির রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। কংগ্রেস জমানায় সিদ্ধান্ত শঙ্কর রায় গিয়েছিলেন পঞ্জাবের রাজ্যপাল হয়ে। অটল বিহারী বাজপেয়ীর জমানায় রাজ্য বিজেপির আরেক প্রাক্তন সভাপতি বিষ্ণু কান্ত শাস্ত্রীকে উত্তরপ্রদেশের রাজ্যপাল করা হয়। নরেন্দ্র মোদীর আমলে প্রথমে ত্রিপুরা এবং পরে মেঘালয়ের রাজ্যপাল হয়েছেন তথাগত রায়। তিনিও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। এবার বঙ্গ বিজেপির আরো এক প্রাক্তন সভাপতি রাজ্যপাল হচ্ছেন।
সুকান্ত মজুমদার অসীম ঘোষকে অভিনন্দন জানিয়েছেন। দেখা করেছেন তাঁর সঙ্গে। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের জনগণের জন্য এক বিরাট গর্বের মুহূর্ত। পশ্চিমবঙ্গের জনগণের জন্য এটি অত্যন্ত সম্মান ও আনন্দের বিষয় যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশিষ্ট শিক্ষাবিদ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ অধ্যাপক শ্রী অসীম কুমার ঘোষকে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন। অধ্যাপক ঘোষ এর আগে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর গভীর বুদ্ধিমত্তা, সমৃদ্ধ প্রশাসনিক অভিজ্ঞতা এবং জনসেবার প্রতি অটল প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। এই নতুন সাংবিধানিক দায়িত্ব গ্রহণের জন্য আমি তাঁকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই। আমি নিশ্চিত যে তাঁর দূরদর্শী নেতৃত্ব হরিয়ানার জনগণের অগ্রগতি এবং কল্যাণে ব্যাপক অবদান রাখবে।”
১৯৪৪ সালে হাওড়ায় জন্মগ্রহণ করেন অসীম ঘোষ। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন। ১৯৯১ সালে বিজেপিতে যোগদান করেন। বহুদিন রাজ্যের বুদ্ধিজীবী সেলের সদস্য ছিলেন।
১৯৯৬ সালে বিজেপি রাজ্য সম্পাদক হন। ৯৮ সালে রাজ্য সহ সভাপতি হিসেবে মনোনীত হন। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি ছিলেন অসীম ঘোষ। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ত্রিপুরার পর্যবেক্ষক- এর দায়িত্বভার পালন করেছেন। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য ছিলেন অসীম ঘোষ। এবার তিনি হরিয়ানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন।