জে মাহাতো, ঝাড়গ্রাম, ১৮ সেপ্টেম্বর: ঝাড়গ্রামে করোনা সংক্রামিত হয়ে পুলিশের এক এএসআইয়ের মৃত্যু হয়েছে। জেলা পুলিশ লাইনে কর্মরত ওই পুলিশ আধিকারিকের নাম মনোজ কুমার মন্ডল (৪৮)। তার বাড়ি লালগড়ের নেতাই গ্রামে।
জানাগেছে, মানিকপাড়ায় টানা এক সপ্তাহ ডিউটি করার পর তার সর্দি জ্বর হয়। সোমবার ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। রিপোর্ট আসার আগে তাকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়। বুধবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তাকে সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন দেওয়ার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে।