ভোটের আগে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে রহস্যজনক ইস্তফা অশোক জোয়ার্দ্দারের, অবাক সংগঠনের নেতৃত্ব, গচ্ছিত টাকা নয়ছয়ের আশঙ্কা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ জুন: পঞ্চায়েত ভোটের আগে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে অশোক জোয়ার্দ্দারের ইস্তফাকে ঘিরে রহস্য। ভেঙে গিয়েছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কমিটিও। শুক্রবার হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনকে দেওয়া ওই ইস্তফাপত্রকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। ঘটনা নিয়ে অবাক খোদ সংগঠনের নেতৃত্বরাও। তবে কি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের গচ্ছিত বিপুল অঙ্কের টাকা হরিরলুট করতেই এমন কৌশল? সভাপতির আচমকা পদত্যাগ নিয়ে এমনই গুঞ্জন তৈরি হয়েছে এক্সপোর্টারদের একাংশের মধ্যে। যদিও অশোক জোয়ার্দ্দারের দাবি, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণেই তার এই পদত্যাগ।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম স্থলবন্দর হিলিতে ব্যবসায়ীরা নিজেদের সুবিধার্থে গড়ে তোলে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। যে সীমান্ত দিয়েই প্রতিদিন ২০০ থেকে ২৫০টি মালবোঝাই লরি ওপারে যায়। যেখান থেকে সংগঠনের নাম করেই বাংলাদেশে যাওয়া প্রত্যেক মাল বোঝাই লরি থেকে দেড়শো থেকে দুশো টাকা করে তোলে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বলে অভিযোগ। যে গচ্ছিত টাকাই নানা সামাজিক কাজে ব্যয় করে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। বর্তমানে সেই গচ্ছিত টাকার পরিমাণ প্রায় ৬৪ লক্ষ টাকা বলে সংগঠন সুত্রের খবর। যে টাকা নয়ছয় করতেই কি এমন কৌশল? যা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে হিলির এক্সপোর্টারদের একাংশের মধ্যে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক জোয়ার্দ্দার পদত্যাগ করতেই যেন উস্কে উঠেছে সেই প্রশ্নই। ভেঙে গিয়েছে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কমিটিও। ভোটের মুখে যেখানে আর নতুন করে কোনো কমিটিই গঠন করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই সংগঠনের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মন্ডল। আর যার ফলেই সংগঠনের ওই গচ্ছিত টাকা নয়ছয় হওয়ার আরো প্রবল আশঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ীদের একাংশের মধ্যে।

হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ধীরাজ অধিকারী বলেন, সভাপতির পদ থেকে অশোক জোয়ার্দ্দারের এমন আচমকা ইস্তফা তাদেরকেও অবাক করেছে। এর জেরে পুরো কমিটি ভেঙে গিয়েছে। রহস্যের গন্ধ তারাও পাচ্ছেন। তবে সংগঠনের গচ্ছিত ফান্ড এখনও সঠিক রয়েছে, এর বাইরে কিছু জানেন না।

হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক জোয়ার্দ্দার বলেন, এর পেছনে অন্য কোনো কারণ নেই। শারীরিক অসুস্থতা ও ব্যাবসায়িক ব্যস্ততার কারণে তিনি ইস্তফা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *