Ashok Bhattacharya, CPIM, পাহাড়ে ধস ও বন্যার নেপথ্যে কেন্দ্র ও রাজ্যকে দায়ী করলেন অশোক ভট্টাচার্য

আমাদের ভারত, ১০ অক্টোবর: পার্বত্য অঞ্চলে ধস ও বন্যার নেপথ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দায়ী করলেন রাজ্যের প্রাক্তন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং প্রবীণ সিপিআই (এম) নেতা অশোক ভট্টাচার্য।

এই প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এই প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষয়ক্ষতি ও জীবনহানির দায় কোনভাবেই রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার এড়াতে পারে না। গত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে অতিবর্ষণে বিপর্যয়ের আশঙ্কার কথা জানা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে আগাম কোনও প্রস্তুতি ছিল না।”

অশোকবাবুর দাবি, “মানুষকে সতর্ক করা হয়নি। বানভাসি হতে হয়েছে অসংখ্য মানুষদের। শুধু তাই নয়, গত ১৫ বছর ধরে পাহাড়, তরাই, ডুয়ার্সের বিভিন্ন জায়গার প্রাকৃতিক সম্পদ দেদার লুট হয়েছে। নদীর বালি, পাথর লুট হয়েছে, জঙ্গল কেটে সাফ করা হয়েছে।”

অশোকবাবু বলেন, “অবৈজ্ঞানিকভাবে তিস্তার ওপরে ৩০টি বাঁধ তৈরি হয়েছে। পাহাড় কেটে রেললাইন হয়েছে। তাই কেন্দ্র ও রাজ্য সরকার এই বিপর্যয়ের দায় অস্বীকার করতে পারে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *