আমাদের ভারত, ২৭ জানুয়ারি: “আশায় বাঁচে চাষা।“ মল্লিকার্জুন খাড়্গে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস কি এখনও আশাবাদী? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
শনিবার সুকান্তবাবু বলেন, “কংগ্রেসের আশা করতে করতে কেবল অশ্বডিম্বই প্রসব হবে। আর কিছু হবে না”। জয়রাম রমেশ বলেছেন, আসন সমঝোতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মল্লিকার্জুন খাড়্গের কথা হয়েছে। সাংবাদিকের এই মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তবাবু বলেন, দেখুন, যদি মনে করেন দু’দলের নেতারা বসে চা-ফিশফ্রাই খাবেন, নিচুতলার কর্মীরা সব মেনে নেবেন। আমার তো তা মনে হয় না।“
সুকান্তবাবুর বক্তব্য, “গত পঞ্চায়েত ভোটে নিচুতলার যে কংগ্রেস কর্মীরা মার খেয়েছে, অত্যাচারের মুখে পড়েছে, বাড়ির লোক খুন হয়েছে, তারা তৃণমূলকে মেনে নেবে? আমার তো তা মনে হয় না। তারা অন্য কোনও মঞ্চে যাবে। হয় বিজেপি-তে আসবে। নয় সিপিএমে যাবে। না হয় আইএসএফ-এ যাবে। কোথাও না কোথাও তো যাবে।”