আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ ডিসেম্বর: আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সার্ভে করতে হবে এই নির্দেশিকা দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের তরফে। এই কাজের জন্য বাড়তি পারিশ্রমিক দেওয়া হবে না বলে অভিযোগ। উল্টে মা ও শিশুদের খোঁজ খবর রেখে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর কে পাবেন কে পাবেন না সেই কাজ করা সম্ভব নয় বলে দাবি কর্মীদের। এই কাজ করতে গিয়ে সমস্যা ও শাসক দলের নেতাদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ আশা কর্মীদের। দ্রুত স্বাস্থ্য দফতরের নির্দেশিকা বাতিলের দাবিতে শুক্রবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলার নেতা কর্মীরা। আন্দোলনকারী আশাকর্মীদের অভিযোগ, আবাস যোজনার অস্বচ্ছ তালিকা অনুসন্ধানের কাজে আশা কর্মীদের অপব্যবহার করার পরিকল্পনা বাতিল করতে হবে। ঘর পাওয়ার জন্য একাধিক সরকারি নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকার মেনে চললে দুই চার জন ছাড়া কেউ ঘর পাবেন না বলে দাবি করেন আশা কর্মীরা।
এদিন আন্দোলনরত আশাকর্মী সরস্বতী বিশ্বাস বলেন, “এই সার্ভের কাজ করলে শাসক দলের হুমকি শুনতে হচ্ছে। আবাস যোজনার ঘর সার্ভের কাজের এই নির্দেশিকা জেলা স্বাস্থ্য দফতরকে বাতিল করতে হবে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন চলবে আগামীতে।”
যদিও জেলা স্বাস্থ্য দফতরের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশা ও আইসিডিএস কর্মীদের সার্ভের কাজ করতে বলা হয়েছে। তাঁরা কাজ করতে চাইচ্ছেন না দাবিপত্র তুলে দিলেন। সেই দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”