সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ জানুয়ারি: বিভিন্ন দাবিতে রাজ্যজুড়ে আশা কর্মীদের আন্দোলন চলছে, আন্দোলন রত আশা কর্মীরা আজ সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ দেখান। আজ দুপুরে আশা কর্মীরা মিছিল সহকারে সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে হাজির হন। এই কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়।
আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় যে, সারা রাজ্যজুড়ে আশা কর্মীদের আন্দোলন চলছে, আজ আন্দোলনের ৩৮তম দিন।পুলিশি নির্যাতন, হুমকি, অত্যাচার সত্বেও আশাবকর্মীদের মনোবল অটুট রয়েছে, তাদের মনোবলে যে কোনও চিড় ধরেনি সেই বার্তা দিতেই আজকের বিক্ষোভ সমাবেশ। দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়।

