সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৭ ডিসেম্বর: সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি সহ বেতন পরিকাঠামো গঠন, নূন্যতম একুশ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে সোচ্চার আশা কর্মীরা। এই সব দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু করেছেন তারা। আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা তামলিবাঁধে জমায়েত হয়।সেখান থেকে মিছিল সহকারে জেলাশাসকের দপ্তরের সামনে উপস্থিত হয়। বাকুঁড়া জেলা আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।
ইউনিয়নের সম্পাদক কল্পনা টুডু তার বক্তব্যে জানান, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আশাকর্মীরা নিজেদের কাজ করে চলেছেন, অথচ তাদের না মিলছে উপযুক্ত পারিশ্রমিক, না মিলছে সরকারি কর্মীর স্বীকৃতি, আর না মিলছে পিএফ, পেনশন। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও এখনও পর্যন্ত তার পারিশ্রমিক মেলেনি। তাঁর দাবি সমস্ত আশা কর্মীকে অবিলম্বে স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, মাসিক বেতন একুশ হাজার টাকা, যথা সময়ে উৎসাহ ভাতা প্রদান করতে হবে। এই দাবিগুলির সমর্থনে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।