পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে আশা কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে জেলা শাসকের কাছে বার বার স্মারকলিপি দিয়ে আসছেন, কিন্তু তাও কোনো সুরাহা হয়নি। সামনেই দুর্গাপুজো। তার আগে আবারো ১৫ সেপ্টেম্বর শুক্রবার গোটা রাজ্যজুড়ে জেলায় জেলায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দেওয়া হলো স্মারকলিপি।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আশা সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। তারা জানেন, তাদের সরকারি সুযোগ-সুবিধা সহ বেতন বৃদ্ধির টাকা একসাথে দিতে হবে। পাশাপাশি একাধিক দাবি নিয়ে তাদের এদিনের ডেপুটেশন কর্মসূচি বলে জানা গিয়েছে।