আবাস যোজনা সার্ভে না করার দাবিতে পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ আশা ও অঙ্গানওয়াড়ি কর্মীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: আবাস যোজনা সার্ভে না করার দাবি জানিয়ে পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ আশা ও অঙ্গানওয়াড়ি কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন কয়েকশো কর্মী। তাদের দাবি, “জোর করে আমাদের দিয়ে সার্ভে রিপোর্ট তৈরি করনো হচ্ছে। এমনকি তাকেও বিকৃত করা হচ্ছে। চাপ দিয়ে সই করতে বাধ্য করা হচ্ছে। ইতিমধ্যেই এই চাপের কারণে আত্মহত্যা করেছেন এক কর্মী। তাই এই কাজ আমরা করব না।”

বৃহস্পতিবার বেলা বারোটার পর মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে সমবেত হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী। বাম কর্মী সংগঠন সমর্থিত আশা, আইসিডিএস ও প্রকল্প কর্মী সংগঠনের ব্যানারে তারা মেদিনীপুর শহরে ধিক্কার মিছিল বের করেন। শহরের রিং রোড পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে কালেক্টরেট মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ শুরু করেন। দীর্ঘক্ষণ তাদের বিক্ষোভ চলে। সেই সঙ্গে নিজেদের একগুচ্ছ দাবি জেলা শাসকের কাছে লিখিতভাবে জমা দিয়েছেন তারা। এদিনের এই অবস্থান-বিক্ষোভের জেরে কিছুটা অচলাবস্থা তৈরি হয় মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকা কালেক্টরেট মোড়ে।

সংগঠনের সভানেত্রী ডালিয়া ভট্টাচার্য বলেন, “আমাদের কাজের বাইরে অন্য কাজ জোর করে করতে বাধ্য করা হচ্ছে। আমরা সার্ভে রিপোর্ট তৈরি করলেও সেই রিপোর্টে পরে নতুন নাম নথিভুক্ত করা হচ্ছে। অনেক জায়গায় নিজেদের তৈরি করা রিপোর্টে জোর করে সই করতে বাধ্য করছে আমাদের। না করলে বাড়ি ঘেরাও বিক্ষোভ, বিভিন্ন রকম চাপ তৈরি হচ্ছে। সেই চাপ নিতে না পেরে আমাদের এক কর্মী ইতিমধ্যেই আত্মহত্যা করেছে। বিনা পারিশ্রমিকে, অতিরিক্ত চাপের এই কাজ আমরা আর করব না। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে ধিক্কার মিছিল করে তাই আমাদের অবস্থান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *