আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ ডিসেম্বর:প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কতজন কিভাবে পেয়েছেন সেই সার্ভে করতে গেই হুমকির মুখে পরছেন আশাকর্মীরা বলে অভিযোগ। শুধু তাই নয়, নানা রকম চাপ আসার পাশাপাশি হেনস্থাও হতে হচ্ছে তাদের। এই পরিবেশে
কাজ করে অনেকেই শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পরছেন। আবার কিছু কিছু জায়গায় প্রশাসনিক ভাবে চাপ দিয়ে সার্ভে করানো হচ্ছে। উত্তর ২৪ পরগনার একজন কর্মী আত্মহত্যা করেছেন। আবার কিছু জায়গায় সার্ভে করার কর্মীদের বাড়িতে সাধারণ মানুষ চড়াও হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সোমবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভের কাজ থেকে অব্যাহতি দেবার দাবিতে ও কর্মীদের সরকারি স্বীকৃতির দাবি তুলে বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ানের রাজ্য কমিটি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্বারকলিপি দিয়ে দাবিপত্র তুলে দিলেন কর্মীরা।
কমিটির সদস্যা বাণী বোস বলেন, “আবাস যোজনার ঘরের সার্ভে থেকে আমাদের অব্যাহতি দেওয়া হোক এই দাবিতে আন্দোলন। কারণ আমাদের কর্মীদের চাপ দেওয়া হচ্ছে, জমি সফল কেটে নেওয়া হচ্ছে, ঘর বাড়ি ভেঙ্গে দেওয়া হচ্ছে।”
এদিকে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আশাকর্মীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

