পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মে: কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাসপুর ২ ব্লকের অন্তর্গত কামালপুর এলাকায় পিএইচই’র একটি জল প্রকল্পের ভার্চুয়ালি সূচনা করেন। কয়েকদিনের মধ্যেই সেই বিল্ডিং ধষে পড়ে যাচ্ছে। বৃহস্পতিবার এমন ছবি দেখা যায়। ঘটনাস্থল পরিদর্শনে যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পুরো এলাকা ঘুরে দেখার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সারা বাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস শুয়ে পড়ছে, ঠিক সেভাবেই এই সরকারি জল প্রকল্পের বাড়িটিও শুয়ে পড়ছে।
তিনি অভিযোগ করেন, কোনো নেমপ্লেট না লাগিয়ে কাজ শুরু করেছেন কন্ট্রাক্টর। এলাকার মানুষকে না জানিয়ে, অন্ধকারে রেখে এই ধরনের কাজ কিভাবে করা যায় সে নিয়েও অভিযোগ করেন বিধায়ক। পুরো বিষয়টি আইনত্ব ভাবে খতিয়ে দেখার কথাও জানান তিনি। তিনি আরো বলেন, সাধারণ মানুষের করের টাকায় এই উন্নয়ন হয়। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে শাসক দল। তাই সরকারি বিভিন্ন কাজের এই দশা, এমনই অভিযোগ শীতল কপাটের।