Bharti Ghosh, Laxmi puja, পুরোহিত না আসায় নিজেই মন্ত্রোচ্চারণের মাধ্যমে লক্ষ্মী পুজো সম্পন্ন করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, কলকাতা, ১৭ অক্টোবর: বুধবার সন্ধ্যায় ছিল লক্ষ্মী পুজো। আর এরজন্য দিনভর উপবাস করে ভোগ রান্না করেছেন নিজের হাতেই। সমস্ত আয়োজন সম্পন্ন করে পুজোর আগে জানতে পারেন পুরোহিত অসুস্থ, আসতে পারবেন না। অগত্যা নিজেই পুরো লক্ষ্মী পুজোর আচার সম্পন্ন করলেন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। আড়াই ঘন্টারও বেশি সময় ধরে চলল পুজো৷

জঙ্গলমহলের একসময়ের দাপুটে মহিলা পুলিশ কর্তা ভারতী ঘোষকে বুধবার রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই লক্ষ্মী পুজো করতে দেখা গেল তাঁর কলকাতার নাগতলার বাড়িতে। অংশ নিলেন পরিবারের প্রায় ৩০ জন সদস্য।

লক্ষ্মীপুজো উপলক্ষে সমস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িতেই বিশেষ পুজোর আয়োজন ছিল বুধবার। সারাদিন ধরে বিভিন্ন আয়োজন করে সন্ধের সময় পুজো হয়।

আর এই একই কর্মসূচি ছিল প্রাক্তন দাপুটে পুলিশ কর্তা তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষের বাড়িতেও। কলকাতার নাগতলার বাড়িতে প্রতিবারের মতো এবারও ঘটা করে লক্ষ্মী পুজোর আয়োজন ছিল। এরজন্য নিয়ম করে সকাল থেকেই উপবাস ছিলেন ভারতী ঘোষ। সারাদিন উপবাস করেও নিজের হাতে ভোগ রান্না করেছেন। বাড়ির সমস্ত আয়োজন সম্পন্ন করে সন্ধেয় পুজোর আগে জানতে পারেন পুরোহিত অসুস্থ, তাই কাল বিলম্ব না করে নিজেই মন্ত্র উচ্চারণ করে পুরো পুজোর প্রক্রিয়া সম্পন্ন করলেন পরিবারের সদস্যদের নিয়ে। রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দীর্ঘক্ষণ চললো পুজো পর্ব।

এদিন ভারতী ঘোষ জানান, “এতদিন পুরোহিত পুজো করতেন। আমরা পেছনে বসে সেই মন্ত্র উচ্চারণ করতাম। আর আজ পুরোহিত অসুস্থ হয়ে পড়েছেন। শেষ মুহূর্তে জানতে পেরে নিজেই সেই উদ্যোগ নিলাম। ছোটবেলা থেকেই পুজো করতাম। পুলিশে যোগদানের আগেও পুজোতে ছিলাম। পুলিশ থাকাকালীন কিংবা তার পরেও একইভাবে পুজোর আচার অনুষ্ঠানে আমি থাকি। তবে এবারকার অনুভূতি সম্পন্ন আলাদা। নিজে মায়ের জন্য মন্ত্র উচ্চারণ করে সবার জন্য প্রার্থনা করেছি। সপরিবারে ও আমার সঙ্গীদের নিয়ে পুজোয় অংশ নিয়েছিলাম।”

জঙ্গলমহলের এক সময়কার দাপটে এই পুলিশকর্তা ভারতী ঘোষের নিয়ন্ত্রণে জঙ্গলমহলের একটা বড় অংশ ছিল। মাওবাদী মোকাবিলা সহ জটিল একাধিক পরিস্থিতি নিজে হাতে নিয়ন্ত্রণ করেছেন দাপটের সঙ্গে। তাঁর নিয়ন্ত্রণে জেলার একাধিক ক্ষেত্র মসৃণ ভাবে এগিয়েছিল। লোকসভা নির্বাচনে অংশ নিয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে যে ভূমিকা দেখিয়েছিলেন তাতে জাতীয় স্তরের নজর কেড়েছিলেন৷ দাপুটে সেই প্রাক্তন পুলিশ কর্তা বর্তমানে অবশ্য জাতীয় স্তরের বিজেপি নেত্রী। এবার সেই ভারতী ঘোষের অন্য রূপ দেখা গেল লক্ষ্মী পুজোর দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *