কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ এপ্রিল: দেখে মনে হবে অঞ্জন দত্তের গানের লাইন উঠে এসেছে, পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবে বলেছে পাড়ার দাদারা, হ্যাঁ এমনই ছবি উঠে এল ঘাটাল শহরের কৃষ্ণনগরে। করোনা থেকে বাঁচতে অন্য কোনও এলাকার লোক পাড়ায় প্রবেশ করলেই ঠ্যাং খোঁড়া করা হবে বলে
নোটিশ টাঙানো হল ঘাটাল কৃষ্ণনগর রাজা পাড়ায়।
দেশজুড়ে লকডাউন চললেও দিন দিন চারিদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম পাওয়া গেছে করোনা সংক্রমন রোগী। দুদিন অাগে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে আরও ৫ যুবককে করোনা সন্দেহে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কিন্তু কারো রিপোর্টে করোনা সংক্রমণ না থাকলেও অাতঙ্ক গ্রাস করছে ঘাটালকে, কারন বাইরের রাজ্য থেকে সোনার গয়নার কারিগররা শ’য়ে শ’য়ে বাড়িতে ফিরেছে। আর তার জেরে আতঙ্কে রয়েছে গোটা ঘাটাল মহকুমাবাসী। তাই করোনা থেকে বাঁচতে ঘাটলের ৩ নং ওয়ার্ড কৃষ্ণনগর রাজা পাড়ায় নোটিশ টাঙানো হল, বাইরের কেউ যদি পাড়ায় আসে বা প্রবেশ করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য অঞ্জন দত্তের গানকে হাতিয়ার করে লেখা হয়েছে, যারা প্রবেশ করবে তাদের ঠ্যাং খোঁড়া করে দেওয়া হবে।