নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ আগস্ট: আইনের ফাঁক খুঁজেই আগামীকাল রাজ্যজুড়ে রামের পুজো করবে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। ৫ আগস্ট লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের বহু জায়গায় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মানার জন্য মাইকিং করা হয়েছে। আগামীকাল সকাল ছ’টা থেকেই লকডাউন শুরু হচ্ছে। বিশ্বহিন্দু পরিষদের কর্মীরা রাজ্যের দেওয়া সময়কে হাতিয়ার করেই রামের বন্দনায় সামিল হবেন। যেমন নদীয়ার তাহেরপুরে অনেক জায়গায় ভোর পাঁচটায় রামের পূজা করবেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। তাহেরপুর পুরসভার মাঠে ভোর চারটেয় জমায়েত হবেন রাম ভক্তরা। সকাল ছ’টার মধ্যে পুজোর কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় কর্মীরা। এমন কি তাহেরপুর হাসপাতালের মাঠেও সকাল ছ’টার আগে রামের পুজো করবেন স্থানীয় বিজেপি কর্মীরা।
কেন ভোরে তাদের পুজো করতে হচ্ছে তা মাইকিং করে তাহেরপুর পুরসভার মানুষের কাছে জানিয়েছেন বজরং দলের কর্মীরা। আইনের ফাঁক গলে রাম বন্দনা নিয়ে চর্চা চলছে তাহেরপুর থানার পুলিশ আধিকারীকদের মধ্যে। ছ’টার আগে পূজা করলে পুলিশের তরফে কোনও ব্যাবস্থা নেওয়া সম্ভব নয়, তা মানছেন থানার আধিকারীকরা। শুধু তাহেরপুর নয়, নদিয়ার বহু থানায় এমন আইনের ফাঁক গলে রাম বন্দনায় নামছে হিন্দু সংগঠনগুলি।

