সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৮ মে: রাজস্থান থেকে বাড়ির পথে ট্রাকে রওনা দেওয়ার সময় উদগ্রীব হয়ে পড়েছিলেন পুরুলিয়ার ছয় ‘পরিযায়ী’ শ্রমিক। উৎকণ্ঠায় প্রহর গুনছিলেন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত ওঁরা ফিরলেন, তবে সবাইকে কাঁদিয়ে, দেহ মোড়কে বন্দী হয়ে।
উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় ছয় শ্রমিকের দেহ সোমবার দুপুর এগারোটা নাগাদ পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছয়। তিনটি অ্যাম্বুলেন্সে করে দেহগুলি আনা হয়। দেহগুলি মৃতের পরিবারে হাতে পৌছনোর ব্যবস্থা করে পুরুলিয়া জেলা পুলিশ। সোমবার সকাল থেকেই এর প্রস্তুতি নিয়ে সমস্ত ব্যবস্থা করে পুরুলিয়া সদর ও মফস্বল থানার পুলিশ।
পুরুলিয়া মফস্বল থানার দুমদুমি গ্রামে চন্দন রাজোয়াড় ও মিলন বাদ্যকরের বাড়িতে তাঁদের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। একটি মৃতদেহ পৌছনো হয় জয়পুর থানার ঝাল মামড়া গ্রামে মৃত শ্রমিক গণেশ রাজোয়াড়ের বাড়িতে। বাকি তিনটি মৃতদেহ পৌছানো হয় কোটশিলা থানার উপর বাটরি গ্রামে অজিত মাহাতো, বীরেন মাহাতো ও স্বপন রাজোয়াড়ের পরিবারের কাছে।