পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন:
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। পারস্পারিক বাদানুবাদে জড়িয়ে পড়ছে সব রাজনৈতিক দল। সপ্তাহের প্রথম দিন উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক অফিসের সামনে।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ নারায়ণগড় ব্লক অফিস চত্বরে পৌঁছতেই তৃণমূলের ক্যাম্প থেকে উঠল একাধিক স্লোগান। পাল্টা দিলীপ ঘোষ হাত নাড়িয়ে অভিবাদন জানালেন ক্যাম্পে জমায়েত হওয়া তৃণমূল কর্মীদের। ব্লক অফিস চত্বরের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু ব্লক অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তৃণমূলের ক্যাম্প করা হয়েছে, যা নিয়ে অভিযোগ তোলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন বিভিন্ন ব্লক অফিসে গিয়ে মনোনয়ন কেমন হচ্ছে সে নিয়ে কর্মীদের সাথে কথা বলেন দিলীপ ঘোষ। প্রথমেই নারায়ণগড় ব্লক অফিস চত্বরে এসে পৌঁছতেই উত্তেজনা সৃষ্টি হয়। তবে ভোট যত এগিয়ে আসছে ততই উত্তেজনা ছড়াচ্ছে রাজ্য রাজনীতিতে। বিষয়টি নিয়ে কমিশনে জানানো হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

