নিজে মধ্যবিত্ত বলেই চাপটা বুঝি, বাজেটের আগে মন্তব্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

আমাদের ভারত, ১৬ জানুয়ারি: হাতেগোনা আর কটা দিন মাত্র। দুই সপ্তাহ পরেই আগামী অর্থবর্ষের বাজেট পেশ হবে। তার আগেই বাজেট নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে মধ্যবিত্ত। এই আবহে আরএসএসের একটি অনুষ্ঠানে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, তিনিও একজন মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাই তিনি মধ্যবিত্তের চাপটা খুব ভালোভাবে বোঝেন।

নির্মলা সীতারমন দাবি করেন, দেশের মধ্যবিত্তের ওপর যে চাপ রয়েছে সে বিষয়ে খুব ভালোভাবেই অবগত মোদী সরকার। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, সাধারণ জনগণ রাজ্য সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রত্যাশা পূরণের সার্বিকভাবে চেষ্টা করবেন তিনি।

আরএসএস- এর মুখপত্র পাঞ্চজন্য’র একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। সেখানে নির্মলা বলেন, তিনি নিজে মধ্যবিত্ত তাই আম জনতার কষ্টের বিষয়টা বোঝেন। একই সঙ্গে তিনি বলেন, মোদী সরকার মধ্যবিত্তের উপর নতুন করে কোনো কর আরোপ করেনি। তিনি আরো বলেন, যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়কে আয়কর মুক্ত করা হয়েছে। একই সঙ্গে সীতারমন বলেন, যে সরকার সরাসরি মানুষের হাতে টাকা না দিলেও দেশের ২৭ টি শহরে মেট্রো রেলের পরিষেবা বা নেটওয়ার্ক তৈরি করেছে। দেশে ১০০ টি স্মার্ট শহর তৈরির মতো বড় বড় পদক্ষেপ করেছে। এইসব উন্নয়নমূলক প্রকল্পের কারণে ব্যবসা করা আরও সহজ হয়েছে এবং আগামী দিনেও হবে।

একইসঙ্গে তিনি দাবি করেছেন যে, সরকার মধ্যবিত্তের সমস্যা বোঝে বলেই তাদের জন্য অনেক কিছু করেছে এবং ভবিষ্যতেও করবে। অর্থমন্ত্রী আরও বলেন, ২০২০ সাল থেকে প্রতিটি বাজেটে মূলধন ব্যয় বাড়াচ্ছে সরকার। তিনি বলেন যে, বর্তমান আর্থিক বছরের জন্য বাজেট মূলধন ব্যয় ৩৫ শতাংশ বৃদ্ধি করে ৭.৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে। এর কারণে অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়ে।তিনি বলেন, ব্যাঙ্কিং সেক্টরের জন্য সরকারের চারটি কৌশল রয়েছে স্বীকৃতি, পুনঃ পুঁজিকরণ, রেজিলিউশন এবং সংস্কার। সরকারি খাতের ব্যাঙ্কগুলির অবস্থা পুনরুদ্ধারে সহায়তা করেছে এই নীতি। এর কারণে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ কমেছে এবং সরকারি ব্যাঙ্ক গুলির আর্থিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, সরকারি ব্যাঙ্কগুলোকে সাহায্য করতে ২.১ লক্ষ কোটি টাকার পুনঃ পুজিকরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। চাষিদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সরকার তাদের আয় দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এক্ষেত্রে বেশ কয়েকটি পদক্ষেপও করেছে মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *