আমাদের ভারত, ২৫ অক্টোবর: শুক্রবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ‘ডানা’ সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত ৮টি জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিষেবা স্বাভাবিক করতে জরুরি নির্দেশও দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বিদ্যুৎমন্ত্রী নির্দেশ দেন, জল কমলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে –
(১) সর্বত্র বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা।
(২) ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট স্থানে গিয়ে খতিয়ে দেখে রিপোর্ট জমা করা।
(৩) সর্বত্র গ্রাহকদের এসএমএস এবং মাইকে প্রচারের মাধ্যমে ছেঁড়া তার-এ নিজেরা হাত না দিয়ে বিদ্যুৎ দফতর ও সিইএসসি-র নির্দিষ্ট ফোন নম্বর/ হোয়াটসঅ্যাপ নম্বরে জানানোর জন্য ২ কোটি ৭৫ লক্ষ গ্রাহককে আবারও সতর্ক করা।
একই সঙ্গে মন্ত্রী বলেন, ২৪X৭ সদা তৎপর বিদ্যুৎ দফতর। পরিবারের ৮০ হাজার আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।