সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ মে: শিল্পী মাধব চন্দ্র নাথের জন্মদিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার বনগাঁ টাউন হল মাঠে চলছে চিত্র প্রদর্শনী। গুরুর জন্মদিন পালন করার এক অভিনব মাধ্যম বেছে নিয়েছে তার ছাত্র-ছাত্রীরা। তারা মনে করেন, চিত্র শিল্পী মাধব চন্দ্র নাথ তাদের চিত্রের মধ্যেই আছেন। তাই তারা জন্মদিন পালন করে। ফিতে কেটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন শ্রী মাধব চন্দ্রনাথের স্ত্রী শ্রীমতি অনুরাধা নাথ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শ্রী গোপাল শেঠ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী মনোজ বিশ্বাস, উপস্থিত ছিলেন শিল্পী বাসুদেব হালদার, শিল্পী রবিন মন্ডল, শিল্পী শঙ্কর তরফদার, শিল্পী শঙ্কর মন্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এসে গোপাল শেঠ বলেন, শৈল্পিক ক্যানভাসে তার গুরুকে স্মরণ করার পন্থা সত্যিই অভিনব। ভবিষ্যতে তা যেন তারা আরও এগিয়ে নিয়ে যায়।
বনগাঁ পৌরসভার পক্ষ থেকে শিল্পীদের কথা মাথায় রেখে শ্রী মাধব চন্দ্র নাথের নামকরণে একটি আর্ট গ্যালারির নির্মাণের বিধি চলছে।
শৈল্পিক ক্যানভাসের অন্যতম সদস্যা শর্বাণী হালদার বলেন, শৈল্পিক ক্যানভাসের পক্ষ থেকে শিশুদের জন্য একটি ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে বালি এবং আঠা সহযোগে কিভাবে ছবি আঁকা যায় সেটি দেখানো হয়। তারা শিক্ষকের প্রতি যে উপলব্ধি ও চিন্তাভাবনা তা একত্রিত করে একটি শৈল্পিক ক্যানভাস নামক পুস্তিকাও বার করেন। এবং সেই পুস্তিকা ও ক্যাটালগ প্রত্যেক দর্শনার্থীদের হাতে তুলে দেন।