মেদিনীপুর শহরের পালবাড়িতে আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিতরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে: সোমবার মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সক্রিয় সহযোগিতায় এবং মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি মা শীতলা স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় করোনা আবহে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম অ্যালবাম-৩০ বিনামূল্যে এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা এবং কলেজের অন্যতম আধিকারিক ডাঃ ভোলানাথ পান্ডা। পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচ সদস্যের জুনিয়র ডাক্তারদের একটি টিম। টিম লিডার হিসাবে ডাঃ ভোলানাথ পান্ডার নেতৃত্বে জুনিয়র ডাক্তার হিসেবে উপস্থিত ডাঃ সৌরভ চক্রবর্তী, ডাঃ ঐশ্বরিয়া সিংহ, ইন্টার্ন অনন্য সুলতানা, স্বরাজ দেব সরকার ও দেবব্রত নস্কর দুটি টিমে ভাগ হয়ে উপস্থিত জনগণের মধ্যে যেমন করোনা সচেতনতার বার্তা দেন তেমনই ওষুধ বিলির পাশাপাশি সেবনের নিয়ম কানুন বুঝিয়ে দেন।

পালবাড়ি শীতলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এদিনের কর্মসূচির সূচনা করেন হোমিওপ্যাথি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা। কর্মসূচির উদ্যোক্তাদের উৎসাহিত করতে ওষুধ বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান, সমাজসেবী শক্তিপদ দাস অধিকারী, সুভাষ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *