জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ সেপ্টেম্বর:
বৃহস্পতিবার মহালয়ার ভোরবেলা যখন দূরদর্শন ও রেডিওতে মাতৃ আরাধনার সুর সঙ্গীত ঝংকৃত হচ্ছিল ঠিক তখনই দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের জঙ্গলমহলে ফুটে উঠেছিল মাতৃ বন্দনার এক রূপ অলঙ্কার।
এদিন বেলপাহাড়ি, শিলদা, বিনপুর, নয়াগ্রাম, লালগড় ও ঝাড়গ্রাম এলাকায় কাশফুলের সমারোহের মাঝখানে সারা সকালটা ছিল মহামায়ার আহ্বানে স্কুল-কলেজের পড়ুয়াদের এক অন্য ব্যস্ততা। কাশফুলের বনে সকালের সূর্যের রঙিন আলো আর নীল সাদা মেঘের ঢেউয়ে মিশে যাওয়া ওইসব পড়ুয়াদের মাতৃবন্দনায় জঙ্গলমহল যেন সত্যি সত্যি কোনও এক স্বর্গলোকের ছায়া হয়ে উঠেছিল।