চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ২৯ মে: নাগাল পাওয়া গেল বুদ্ধগয়া ও খাগড়াগড় বিস্ফোরণে জড়িত জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ তথা জেএমবির মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবদুল করিম ওরফে বড় করিম। শুক্রবার সকালে স্থানীয় থানার সহযোগিতায় মুর্শিদাবাদের সুতির গোপন ডেরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন স্পেশ্যাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। লালবাজার সূত্রে খবর, করিমকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তাকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন গোয়েন্দারা।
সূত্রের খবর, করিম জেএমবি জঙ্গি সংগঠনের তিন শীর্ষ নেতাদের একজন। এছাড়াও তার পরিচয় জেএমবির প্রধান সালাউদ্দিন সালাহিনের অন্যতম সঙ্গী হিসাবেও। পাশাপাশি, সে ধুলিয়ান মডিউলেরও প্রধান। মুর্শিদাবাদে এই মডিউল নির্মাণের সময় জড়িত ছিল মিন্টু নামে একজন। বিস্ফোরক তৈরি থেকে শুরু করে তার উপকরণ জোগাড় করা, সবেতেই পারদর্শী ছিল করিম।
এর আগে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছিল এসটিএফ। এবার প্রচুর কাগজপত্র ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। ইতিমধ্যে জেএমবি-র অনেক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। করিমকে জেরা করে জেএমবি-র আগামী দিনের পরিকল্পনা ও তার সঙ্গীদের ব্যাপারে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।