সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৪ নভেম্বর: প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হল প্রেমিক। প্রেমিকা ভিডিও কল করে অন্য ছেলের সঙ্গে ঘোরাফেরার ছবি দেখিয়ে প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনার দেয় বলে অভিযোগ। প্রেমিকা সহেলি সর্দারের বিরুদ্ধে হাবরা থানার অভিযোগ দায়ের করে প্রেমিকের পরিবার। মঙ্গলবার রাতে সহেলিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা থানার উত্তর হাবরার বাদামতলা এলাকায়।
মৃত প্রেমিকের নাম সুদীপ্ত সাহা। গত কুড়ি তারিখে সুদীপ্ত নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে এলাকা ছেড়ে পালিয়ে যায় প্রেমিকা সহেলি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, উত্তর হাবরার বাদামতলা এলাকার সহেলি সরদার ও সুদীপ্ত সাহা দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসতো। সম্প্রতি তাদের মধ্যে বনিবনা না হওয়ায় সহেলি অন্যত্র চলে যায়। সেখান থেকে ভিডিও কল করে অন্য যুবকদের সঙ্গে মেলামেশার ভিডিও দেখায়। এরপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সুদীপ্ত। পরিবারের লোকের অভিযোগ, সুদীপ্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে সহেলি। সুদীপ্তর মা রীতা সাহা ২৬ তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই হাবরা থানার পুলিশ অভিযুক্ত সহেলির খোঁজ চালাচ্ছিল। বুধবার সকালে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। ধৃত সহেলি সরদারকে বুধবার বারাসত আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।