কলকাতার পাটুলি থেকে অধ্যাপিকার গাড়ি চুরির ঘটনায় সালার থেকে গ্রেফতার দুষ্কৃতী

আমাদের ভারত, বহরমপুর, ১৩ নভেম্বর: বুধবার কলকাতাতে প্রতারণার শিকার হন এক বেসরকারি কলেজের অধ্যাপিকা সোমঋতা চক্রবর্তী। তাঁর মোবাইল ল্যাপটপ সহ গাড়ি চুরি যায়। কলকাতা পুলিশের পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত মহিলা।

ওই অধ্যাপিকা নেট সার্চ করে তাঁর গাড়ির জন্য একজন চালককে ডেকেছিলেন। তিনি জানিয়েছেন, রাস্তায় কোনো দরকারি কাজে গাড়ি থেকে নেমে একটি দোকানে গিয়েছিলেন। সেই সময় ওই ডাইভার হঠাৎ গাড়ি নিয়ে চম্পট দেয়। গাড়িতে ওই ভদ্রমহিলার কিছু মূল্যবান জিনিসপত্র যেমন ল্যাপটপ, মোবাইল এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। যেগুলো উনি গাড়িতে রেখে দোকানে গিয়েছিলেন। এরপর তিনি পাটুলি থানায় বুধবার অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ওই ড্রাইভারের মোবাইলের টাওয়ার লোকেশনের তথ্যের ভিত্তিতে সালার  থানার ওসি ইন্দ্রনীল মহান্ত কে জানানো হয়। ওসি ইন্দ্রনীল মহান্ত তদন্ত শুরু করে সালার থানার কাজিপাড়ায় তল্লাশি চালিয়ে ওই অভিযুক্ত ড্রাইভার সারফারাজ হোসেন কে আটক করে। মহিলার চুরি হওয়া মোবাইল, ল্যাপটপ, গুরুত্বপূর্ণ নথিপত্র ও গাড়ির চাবি সমেত আটক করা হয় এবং শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর পাটুলি থানায় জানানো হলে তারা সালারে এসে অভিযুক্ত ড্রাইভার সারফারাজ হোসেন কে নিজেদের হেফাজতে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *