আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ আগস্ট: বসিরহাট মহাকুমার মিনাখা থানার মাঝেরপাড়া এলাকায় বিদ্যাধরী ফেরিঘাট থেকে কুখ্যাত মাদক পাচারকারী গ্রেফতার। শনিবার ভোররাতে মিনাখা থানার ওসি প্রতাপ মোদক এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে গ্রেপ্তার করে কুখ্যাত মাদক পাচারকারী আজহার তরফদারকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে সাড়ে ৫ লিটার তরল মাদক, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
ওই দুস্কৃতির বাড়ি মিনাখাঁ থানার অন্তর্গত কুমার জোল গ্রামে। এই মাদক পাচারকারীর বিরুদ্ধে তরল মাদক বিক্রি ও পাচারের অভিযোগ ছিল আগে থেকেই। দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় নাম ছিল এই অপরাধীর। ধৃতকে জেরা করছে পুলিশ।

